আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জমি জমা বিরোধকে কেন্দ্র করে হনুফা বেগম (৪০) নামের এক নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১২ মে) বিকেল ৩ টায় উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত হনুফা বেগম ওই গ্রামের মোঃ জাফর মোল্লা'র স্ত্রী। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তার স্বজনরা কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
আহত হনুফা বেগম জানান, একই এলাকার ফারুক মুন্সী'র সাথে জমিজমা বিরোধ রয়েছে, প্রতিদিনই আমাদের বাড়ি থেকে অন্যায় ভাবে তাড়িয়ে দিতে ফারুক মুন্সি আমাদের হুমকি-ধমকি দিয়ে আসছে। ঘটনার বিকেলে নিজে জমিতে মাটি কাটতে যান, এ সময় ফারুক মুন্সি সহ তার পরিবারের লোকজন লাঠি নিয়ে বাঁধা দেয়, আমাদের জমিতে আমরা মাটি কাটছি তাতে আপনার সমস্যা কি? বলার সাথে সাথে ফারুক মুন্সি তার হাতে থাকা বাঁশ দিয়ে আমাকে আঘাত করে, এতে আমি অজ্ঞান হয়ে যাই। আমি এর বিচার চাই। বর্তমানে তিনি কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহমেদ বলেন, এই ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।