
আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় পূর্ব শত্রুতা বসত জামাল হাওলাদার নামের এক ব্যক্তির বাড়ি থেকে নগদ ৫ লক্ষ ১৫ হাজার টাকা সহ মোট সাড়ে আট লক্ষ টাকার আসবাব চুরির অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৪ মে) রাত ১ দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের স্বপ্নের ঠিকানা আবাসনে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মোঃ জামাল হাওলাদার বলেন, প্রতিদিনের ন্যায় বুধবার দিবাগত রাতে খাবার শেষে বসতঘরের দক্ষিণ পাশের লোহার খেচি গেটের তালা লাগিয়ে প্রচন্ড গরমের কারণে দরজা খুলে ঘুমিয়ে যাই, চোরেরা পূর্ব থেকে ওঁৎ পেতে থাকে রাত অনুমান ১টার দিকে আমার বসতঘরের দক্ষিণ পাশের লোহার খেচি ভেঙ্গে ঘরে প্রবেশ করে। আমার স্টিলের আলমারি ভেঙ্গে নগদ ৫ লক্ষ ১৫ হাজার টাকা, স্টিলের সুখেজের মধ্যে থাকা পাঁচটি দলিল, পর্চা, সোনা গয়না ও দুটি মোবাইলসহ মোট সাড়ে ৮ লক্ষ টাকার মত আসবাবপত্র নিয়ে যায়। চোরেরা পশ্চিম পাশের দরজা খুলে বের হয়ে যাওয়ার সময় আমরা টের পেলে চোর চোর বলিয়া ডাকচিৎকার দেই, তারা আশপাশের লোক দেখে দ্রুত গতিতে সরে যায়।
ক্ষতিগ্রস্ত জামাল হাওলাদারের স্ত্রী বলেন, তারা এর আগেও আমাদের দোকান চুরি করে সাড়ে ১০ লক্ষ টাকার মত মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে আমরা কোর্টে মামলা করলে ডিবি তদন্তে আমাদের পক্ষে রিপোর্ট আসে। তারপর আমাদেরকে তারা হত্যার হুমকি দিলে আমরা তাদের বিরুদ্ধে মামলা দেই, সেই মামলার রিপোর্টের বিরুদ্ধে আমরা নারাজি দিয়েছি তারা জানতে পেরে এ ঘটনা ঘটায়।
এ ঘটনায় মোঃ সোহাগ (৩০), মোঃ এরশাদ (৩৬), মোঃ শিপন (৩৫), মোঃ মুছা (২৫), মোঃ রাকিব হাওলাদার (৩০) কে আসামি করে মোঃ জামাল হাওলাদার বাদী হয়ে কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।