
আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় বজ্রপাতে মো.জাকির ফকির (৬০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় মো.ইয়াসিন ফকির (৩০) এবং মো. আলাউদ্দিন গাজী (৫৬) নামে দু 'জন গুরুতর আহত হয়।
সোমবার (২০ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহত আলাউদ্দিন গাজীর র্নিমানাধীন ভবনের কাজ করছিল। কাজ করাকালীন বৃষ্টিপাতের সঙ্গে আকস্মিক বজ্রপাত ঘটে। এতে বসত ঘরের মালিকসহ ও দুই নির্মান শ্রমিক আহত হয়ে অচেতন হয়ে পড়ে।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম জাকির ফকিকে মৃত্যু ঘোষনা করেন। অপর দু'জনের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এদের মধ্যে জাকির ফকির এবং ইয়াসিন ফকিরের বাড়ী নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে এছাড়া আলাউদ্দিন গাজীর বাড়ী একই ইউনিয়নের খলিলপুর গ্রামে বলে জানা গেছে।