আপন নিউজ অফিসঃ মো: চেনোরা বেগম (৫৫) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০মে) রাতে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম ধানখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত চেনোরা বেগম ওই গ্রামের মো: মিলন গাজী'র স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতের আহার করে বসতঘরে শুয়ে পড়ে। অত:পর রাতে তার ছেলে রুবেল বাসায় এসে সকলকে বাসায় দেখলেও মা’কে বিছানায় না দেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ঘটনাস্থলের তেঁতুল গাছের ডালের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। চেনোরা বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলো বলে স্থানীয়ভাবে জানা যায়।