
আমতলী প্রতিনিধিঃ আচরণ বিধি লঙ্ঘন করে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এলমান আহমেদ সুহাদ তালুকদার দের শতাধিক মোটর সাইকেলে মিছিল করায় তার সমর্থক সাকুর নামের একজনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। সোমবার রাতে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাসান এ অর্থদন্ড করেছেন।
জানাগেছে, উপজেলা পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রার্থী এলমান আহমেদ সুহাদ তালুকদার দের শতাধিক মোটর সাইকেল নিয়ে মিছিল করছিল। খবর পেয়ে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান অভিযান চালান। পরে আড়পাঙ্গাশিয়া নামক স্থানে ওই মিছিলের নেতৃত্ব দেয়া শাকুর নামের একজনকে আটক করে। পরে তাকে উপজেলা পরিষদ নির্বাচন ২০১৬ সালের আইনের মোতাবেক তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান বলেন, উপজেলা পরিষদ নির্বাচন ২০১৬ সালের আইন মোতাবেক শাকুর নামের একজনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।