আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় পরাজিত দোয়াত কলম প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান কোক্কার কর্মীদের হামলায় বিজয়ী ঘোড়া প্রতিকের প্রার্থী আব্দুল মোতালেব তালুকদারের ৪ সমর্থক গুরুতর আহত হয়েছে। এর মধ্যে মিলন মাহমুদ মোকসেদ (৪৪) ও সাইমুন ইসলাম তুষার (২২) নামের দুই জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে মোকসেদ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বুধবার রাত ৯ টার দিকে পৌর শহরের নাচনাপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত নয়টার দিকে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোতালেব তালুকদারের বাসভবনে তার সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিলেন সমর্থকরা। এ সময় চৌরাস্তা এলাকার খান হোটেলের সামনে পৌছলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়। এতে চারজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ জানান, এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।