জাহিদ রিপনঃ জেলাব্যাপী ফলজ ও বনজ বৃক্ষ রোপন কার্যক্রম শুরু করেছে সামাজিক সংগঠন পায়রা জন কল্যান সোসাইটি। শনিবার দুপুরে পটুয়াখালী স্কাউট ভবনে প্রধান অতিথি হিসাবে এ কর্মসূচীর উদ্ভোধন করেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মন্নান। জেলা মহিলা আওয়ামীলীগের সাদারন সম্পাদক জাকিয়া সুলতানা বেবীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আগম্মেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম সোয়েব, পায়রা জন কল্যান সোসাইটির সভাপতি নাজমুল হুদা তালুকদার, সাধারন সম্পাদক প্রভাষক আ. হালিম হাওলাদার।
বক্তারা, বৈষিক উষ্ণতা জনিত জলবায়ু পরিবর্তনে পরিবেশের ভারসম্য রক্ষায়, প্রাকৃতিক দুর্যোগ থেকে জীবন ও সম্পদ রক্ষায় গাছের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সবাইকে সচেনতন হওয়ার মধ্য দিয়ে গাছ রোপনের আহবান জানানো হয়।
সভায় উপস্থিত ১ হাজার সুবিধাভোগীকে ১০টি করে ফলজ ও বন গাছের চারাসহ খাবার বিতরন করা হয়।