আপন নিউজ অফিসঃ কলাপাড়া পৌর শহরের কাঠপট্টি ট্রলার ঘাটে তানভির রাইচ মিল ও আড়তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত নয়টার দিকে বিদ্যুৎতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। এতে মিলসহ মিলে থাকা শতাধিক বস্তা আলু ছাড়াও বিভিন্ন মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট, পুলিশ ও স্থানীয়রা প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে রাইচ মিলটি সম্পূর্ণ পুড়ে যায়। আংশিক ক্ষতিগ্রস্থ্য হয়পাশ্ববর্তী দুটি মিল ও একটি বসত ঘরে।
মিল মালিক তানভীর মুন্সী জানান, আগুনে মিলে থাকা শতাধিক বস্তা আলু, পেঁয়াজ, রসুন, আদা ও মরিচসহ মিলের মেশিন ও যন্ত্রাংশ পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়।
আর কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট খুব অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের চেষ্টা ছিল আগুন পাশ্ববর্তী অন্য মিলে ছড়িয়ে না পড়ে। তবে কিভাবে আগুন লেগেছে তা তদন্ত করা হবে।