আপন নিউজ অফিসঃ "আমরা কলাপাড়াবাসী" উপকূলীয় স্বেচ্ছাসেবী সংগঠন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) কলাপাড়া জৌনপুর খানকা মাদরাসায় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সি: সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, অনুষ্ঠান সঞ্চালনা করেন আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব।
এ সময়ে উপস্থিত ছিলেন, আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাফসান রিমন, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবদুল্লাহ আল নোমান, জ্ঞানার্থী ব্লাড ফাউন্ডেশনের সাবেক সভাপতি মাহমুদুল হাসান মেহেদী, হুমায়ুন কবির প্রমুখ
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে উচ্চ শিক্ষার বিকল্প নাই। গ্রামীণ এলাকার মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় আগ্রহী করে তুলতে এরকম আয়োজন নিয়মিত হওয়া দরকার।