আপন নিউজ অফিসঃ পায়রা বন্দর এলাকা হতে ঢাকা পাচারকালে বিপুল পরিমাণে অবৈধ চাইনিজ বিয়ার সহ ৩ যুবককে আটক করেছে পটুয়াখালী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সদস্যরা। আটকৃত হলেন বসিরুল ইসলাম (২৮) মেহেদী হাসান রাব্বী (২৩) ও রুবেল মুন্সী (২৭)। এদের মধ্যে বাসিরুল ও মেহেদী পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারী চাইনিজ প্রতিষ্ঠান ওরিয়েন্টাল পার্লে বিভিন্ন পদে কর্মরত।

রুবেল মুন্সী ওই কাভার্ট ভ্যানের চালক। শুক্রবার ২৮ জুন ভোররাতে পটুয়াখালী সেতুর টোল প্লাজা থেকে একটি কাভার্টভ্যান সহ ৩ জনকে আটক করে ভ্যানের ভেতর থেকে ২৬ হাজার ৮ শ' ৮০ ক্যান বিয়ার উদ্ধার করা হয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সদস্যরা। জব্দকৃত এসব বিয়ারের অবৈধ বাজার মূল্য ২ কোটি ১৫ লক্ষ ৪ হাজার টাকা। চায়না থেকে নৌপথে এসব মাদক পায়রা বন্দর হয়ে কলাপাড়ায় এসেছে বলে ধারনা করা হচ্ছে।
পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে। পায়রা বন্দর এলাকা থেকে ঢাকায় পাচারকালে একটি কাভার্ড ভ্যানকে ধাওয়া করে পটুয়াখালী টোল প্লাজায় আটকে তা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। স্বাধীনতার পরে বরিশাল বিভাগে অবৈধ মাদকের এটাই সবেচেয়ে বড় চালান।