
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বুধবার ১০ জুলাই প্রকাশিত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন নিউজ পোর্টালে-"কলাপাড়ায় চেয়ারম্যানের নির্দেশে কেটে ফেলা হয়েছে তাল গাছ" সংবাদটি আমার দৃষ্টি গোসর হয়েছে। সংবাদের একাংশে লেখা হয়েছে চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবর ফকির এর নির্দেশে ইউনিয়নের মৌলভীতবক গ্রামের সড়কের ৩০ থেকে ৩৫ টি তাল গাছ কেটে ফেলা হয়েছে। ঘটনা আদৌ সত্য নয়। ঐ কাজের সি, পি, সি হলেন মোঃ আবুল বশির হাওলাদার ইউপি সদস্য, ০৮ নং ওয়ার্ড। এ ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নাই। আমার প্রতিপক্ষ আমাকে সামাজিক ভাবে হেয়-প্রতিপন্ন করার জন্য সাংবাদিক ভাইদের কাছে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার করিয়েছে, উক্ত সংবাদটির তীব্র-নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি এর সুষ্ঠ তদন্তের মাধ্যমে সত্য ঘটনা প্রকাশের দাবি জানাচ্ছি।
-মোঃ মজিবর রহমান, চেয়ারম্যান, ১ নং চাকামইয়া ইউনিয়ন পরিষদ, কলাপাড়া, পটুয়াখালী।