আপন নিউজ অফিসঃ ঘূর্ণিঝড় রেমাল সম্প্রতি উপকূলীয় জেলা কলাপাড়ায় আঘাত হানে, ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছিলো। অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং অগণিত গাছ উপড়ে গেছে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ধ্বংসের কারণে অনেক শ্রমিক তাদের কর্মস্থলে যেতে পারছেন না।

সিডার ফান্ডের অর্থায়নে ও ওয়ার্ল্ড কনসার্নের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা প্রদান করেছে।
রোববার (২৮ জুলাই) বেলা ১১ টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মোট ১৬৫ টি পরিবারে খাবার প্যাকেজ এবং নিরাপদ পানিয় জলের সরবরাহ নিশ্চিত করতে ১৫ লিটারের জলের জার বিতরণ করেন। এছাড়া লতাচাপলী ও মহিপুর ইউনিয়নে ১৮০টি পরিবারকে এবং নীলগঞ্জ ইউনিয়নে ২৬৪টি পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হবে।
খাদ্য সহায়তা ও পানির পাত্র হস্তান্তর করেন ওয়ার্ল্ড কনসার্নের কান্ট্রি ডিরেক্টর গ্লোরিয়াস গ্রেগরি দাস।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রোগ্রাম ম্যানেজার অরূপ বিশ্বাস, সাপ্লাই চেইন অফিসার সবুজ গোলদার, প্রোগ্রাম অফিসার পায়েল দাস, বিধান বিশ্বাস, মাহমুদা, দনি মল্লিক ও পরিমল।
ঘূর্ণিঝড় রেমাল দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা এবং তাদের পুনরুদ্ধারে জন্য ওয়ার্ল্ড কনসার্নের ত্রাণ কার্যক্রম অতুলনীয়।