
আমতলী প্রতিনিধিঃ “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে আমতলী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মেরিন ফিসারিজ অফিসার এসএম ফারাহ এ মতবিনিময় সভা করেন।
সভায় তিনি জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কর্মসুচী ঘোষনা করেছেন। কর্মসুচীর মধ্যে রয়েছে র্যালী, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ, সফল মৎস্য চাষীকে পুরুষ্কার প্রদান, প্রামান্য চিত্র প্রদর্শণ, চাষীদের সঙ্গে মতবিনিময় সভা, পুকুর- জলাশয় পানির রাসায়নিক পরীক্ষা, কুইজ প্রতিযোগীতা, বকনা বাছুর বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আলী কাজী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম কাওসার মাদবর, আমতলী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি হারুন অর রশিদ, সাংবাদিক জিয়া উদ্দিন সিদ্দিকী, মাহবুব বিশ্বাস টিটু, এইচএম রাসেল, মোঃ ফখরউদ্দিন তহসিন প্রমুখ।