
বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় মোসাঃ জান্নাত বেগম বাদী হয়ে তার স্বামী-মো.জাহিদুল ইসলামকে প্রধান আসামী করে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামি জাহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। জাহিদুল ইসলাম ঐ গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।
মামলার বিবরনে জানা যায়, প্রায় ৫ বছর পূর্বে পারিবারিক ভাবে তাদের বিবাহ হয়। বিয়েতে একটি স্বর্নের চেইন ও আংটি এবং সংসারের যাবতীয় মালামাল দেয়া হয়। তার কিছুদিন পরে পয়তাল্লিশ হাজার টাকা দিয়ে একটি পুরাতন মটর সাইকেল কিনে দেয় জান্নাত বেগমের বাবা। মামলা হওয়ার তিন মাস পূর্বে তাদের পরিবারে একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করে। পরে জান্নাতের পিতা তার নাতনিকে একটি স্বর্নের চেইন ও একটি গাভী গরু উপহার দেয়। এতেও সন্তষ্ট না হয়ে জাহিদুল নতুন মটর সাইকেলের জন্য ২ লক্ষ টাকা যৌতুক দাবি করে। জান্নাতি টাকা না এনে দেয়ায় তাকে মারধর করে শিশু সন্তান সহ ঘর থেকে নামিয়ে দেয়। শিশু সন্তান নিয়ে জান্নাত বেগম ধুলাস্বর ইউনিয়নের অনন্ত পাড়া গ্রামে বাবার বাড়িতে অসহায় মানবেতর জীবন যাপন করছেন।
ইউপি সদস্য সিদ্দিক হাওলাদার বলেন, মেয়েটি অসহায় ও গরীব পরিবারের সন্তান। তার একটি তিন মাসের সন্তান রয়েছে। আমরা একাধিকবার শালিশ বৈঠক করেছি তবুও জাহিদুলকে মানাতে পারিনি। আমরা এর সুষ্ঠ বিচারের দাবি জানাই।
মহিপুর থানার উপ পুলিশ পরিদর্শক আ.রব খান জানান,আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।