
আপন নিউজ অফিসঃ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পলায়নে কলাপাড়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। সোমবার বিকেল ৫ টায় এই আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী হুমায়ুন সিকদার।
পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, বিএনপির নেতা হারুন অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাদল মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ তুষার।
সভায় দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং সংখালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়।
এই মিছিলে উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, শ্রমিকদলসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতারা নেতৃত্ব দিয়েছেন।