আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে হামলা, ভাঙচুর, আগুন ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। রোববার (৫ আগষ্ট) রাত ৯ টায় উপজেলা মিঠাগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ গ্রামের মোঃ শাহজাহান ফকিরের ছেলে দলিল লেখক মোঃ আলমগীর হোসেনের গ্রাম বাড়িতে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় দলিল লেখক মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে জাকির ফকির (৪২), নুর আলম ওরফে জব্বার ফকির ইউপি সদস্য (৪৯), মোঃ ইয়াকুব ফকির (৪৭), মোঃ জামাল ফকির (৪৫), মোঃ মাহাবুব ফকির (২৮), মোঃ বশার ফকির (৩৭), মোঃ মহসিন ফকির (৩৯), মোঃ ইউনুস ফকির (৫৫), মোঃ নাসির ফকির (৫০), রুবেল সিকদার (২৫), পিতা-মোঃ নাসির সিকদার, মোঃ জহিরুল (৩০), পিতা-ফয়জদ্দিন পঞ্চাইত, মোঃ নিজাম হাওলাদার (৫১), নুর আলম হাওলাদার (৪২), মোঃ জাহাঙ্গীর ফকির (৫০), মোঃ দেলোয়ার ফকির (৩৬), মোঃ ফরিদ আকন (৩৮), মোঃ মাসুম (৩০),মোঃ নাজমুল খান (২৮), বাবুল খন্দকার (৫৫), ফেরদৌস (৩৮), আলমগীর (৩৪), মোঃ পারভেজ (২৬), মোঃ নফর খা (৩৫) কে আসামি করে সেনা বাহিনীর কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ মোঃ আলমগীর হোসেন উল্লেখ করে বলেন, দেশের চলমান অবস্থায় পরিস্থিতি খারাপ হওয়ায় বিবাদীগন আমার প্রতিবেশী জমিজমা পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে লোহার রড, বগি, দা, ছেনা, কুড়াল চাপাটি সহ বিভিন্ন অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তান্ডবের সৃষ্টি করে আমার বাড়িতে ডুকে আমার বৃদ্ধ বাবা- মায়ের বসত ঘরের দরজা ভেঙ্গে ও চতুরদীকে কুপিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে, ঘরে থাকা আলমারী, সুকেজ, অড্রপ, থালা বাসন, ড্রেসিং টেবিল সহ ইত্যাদি সমস্ত মালামাল ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়।
তিনি আরো উল্লেখ করেন, বিবাদীগন আমার মায়ের ও ছোট দুই ভাইয়ের স্ত্রীর যাহা অদ্ভুপে এবং পরিধান করা স্বর্নলংকার, ১২টি গাভী ও দসনা বড় বলদ গরু নিয়ে যায়। বিবাদীগন পাশে থাকা আমার ছোট ভাইয়ের দোতলা টিনের ঘর পেট্রোল ঢেলে আগুন দিয়ে জ্বালাইয়া পোড়াইয়া দিয়ে আমার বৃদ্ধ মাতা পিতাকে খুন জখম সহ জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। আমি এই ঘটনায় বিচার চাই। এ ঘটনায় আদালতে মামলা প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।