আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় নিজেদের ঘর হামলা, ভাঙচুর, আগুন দিয়ে প্রতিপক্ষ মোঃ জাকির ফকির (৪২) কে ফাঁসানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার (১৩ আগষ্ট) বিকেল সাড়ে ৪ টায় কলাপাড়া সাংবাদিক ফোরামে এই সংবাদ সম্মেলন করেন মোঃ জাকির ফকির।
সংবাদ সম্মেলনে কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ গ্রামের আব্দুল রশিদ ফকিরের ছেলে মোঃ জাকির ফকির তার লিখিত বক্তব্যে বলেন, একই গ্রামের মোঃ শাহজাহান ফকির ও তার ছেলে দলিল লেখক আলমগীর ফকির, টুলু ফকির ওরফে সোহাগ, জসিম মৃধা, নাসির মৃধা, নুর ইসলাম মোল্লা, জলিল মৃধাসহ তাদের সন্ত্রাসী বাহিনীরা বিগত ২০০৮ সালে আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে আমাদের ৮টি ঘর পুড়ে দেয়। এবং ঘরে থাকা স্বর্নলংকার ও নগদ টাকা সহ মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়াও ঘরবাড়ি লুটপাট ও ঘরবাড়িতে আগুনে দিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এলাকাছাড়া করে। ওই মামলায় আমার বাবা ও ভাই সহ ৪/৫ জন জেলহাজতে ছিলো। কিন্তু হাসিনা দেশ ছেড়ে গেলে তারা নিজেরা বাঁচানোর জন্য আমাদের বিরুদ্ধে নানাভাবে হয়রানি ও ষড়যন্ত্র করছে, এ সুযোগে গত রোববার (৫ আগষ্ট) রাতে নিজেদের ঘরবাড়ি, ভাঙচুর অগ্নিকাণ্ড করে আমাদের বিরুদ্ধে প্রশাসন ও সাংবাদিক ভাইদের কাছে মিথ্যা অভিযোগ দিয়েছে। যা বাস্তবিক পক্ষে সঠিক নয়। আমি তদন্ত সাপেক্ষে ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছি।
তিনি আরো বলেন, তারা মনে করে আমরা এলাকায় আসলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করবো, তার জন্য নিজেরা বাঁচানোর জন্য এবং আমাদের ফের এলাকা ছাড়াতে নিজেদের ঘর হামলা, ভাঙচুর, আগুন, লুটপাটের অভিযোগ করছে। এ সকল সন্ত্রাসী বাহিনী থেকে আমার পরিবার ও এলাকার মানুষ যাতে রক্ষা পেতে পারে এজন্য প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এ ব্যাপারে দলিল লেখক মোঃ আলমগীর হোসেন বলেন, তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ২০০৮ সালে আমি দেশে ছিলাম না, তারা বাঁচতে এ নাটক করছে।