
উত্তম কুমার, বাউফলঃ বাউফলে বিএনপি'র উপজেলা কমিটি ও পৌর কমিটি পৃথকভাবে কর্মসূচি পালন করেছে। দুই পক্ষই ছাত্র-জনতা খুনের অপরাধে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবি জানিয়েছেন। দুপুর দেড়টায় পৌর শহরের পাবলিক মাঠের মুক্তমঞ্চে অবস্থান কর্মসূচি পালন করে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।
এসময় উপজেলা বিএনপির আহবায়ক জব্বার মৃধার সভাপতিত্বে ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন। এরআগে মুনির হোসেনের আগমন উপলক্ষে দুইশতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা নিতে তাকে বরণ করেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। শোভাযাত্রাটি বিভিন্ন ইউনিয়ন ঘুরে অবস্থান কর্মসূচির মঞ্চে এসে শেষ হয়।
কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন তার বক্তব্যে বলেন, সৈরাচারী সরকারের বিনা ভোটের প্রধানমন্ত্রী খুনি হাসিনাকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচারের আওতায় ফাঁসি কার্যকর করতে হবে। এছাড়াও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ায় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে, বেলা ১১ টায় থানা ব্রিজের ঢালে একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে পৌর বিএনপির নেতা-কর্মীরা। এসময় পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী-২ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার। এই কর্মসূচিতেএ বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
পটুয়াখালী-২ আসনের সাবেক বিএনপি দলীয় এমপি শহিদুল আলম তালুকদার বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে। খুনি হাসিনার ফাঁসি কার্যকর করে অন্তরবর্তী কালীন সরকারকে দ্রুত বাংলাদেশের মানুষের মুখে হাসি ফেরাবে বলে আমি আশা করি।