
আপন নিউজ অফিসঃ সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠায় ন্যায়বিচারের বিকল্প নেই। আশা করছি সামনের দিনগুলোতে পুলিশ ভাইয়েরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বাগ্রে থাকবেন। বৃহস্পতিবার বেলা ১২ টায় আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কলাপাড়া থানা পুলিশ সদস্য পুনরায় কর্মস্থলে যোগদান করায় ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে।
এ সময় স্বেচ্ছাসেবকদের মধ্যে নজরুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রের প্রয়োজনে পুলিশ আবারও থানায় তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করবেন, আমরা এই অনুরোধ করতে এসেছি। যাঁরা থানায় ফিরেছেন, তাঁদের হাতে একটি করে গোলাপ তুলে দেওয়া হয়েছে।’
কলাপাড়া থানার ওসি মো: আলী আহমেদ বলেন, ‘উৎসাহ জোগাতে স্বেচ্ছাসেবকেরা আমাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য তাঁদের ধন্যবাদ জানাই। তাঁরা সড়কে পরিষ্কার–পরিচ্ছন্নতা ও রোদ-বৃষ্টির মধ্যে কষ্ট করে ট্রাফিকের কাজ করছেন। তাঁদের পড়ার টেবিলে ফিরিয়ে আমরাও সবাই কর্মস্থলে ফিরতে চাই। তাই আংশিক হলেও আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আশা করি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সব পুলিশ সদস্য দ্রুত জনকল্যাণে নিজ নিজ কর্মস্থলে কাজ শুরু করবেন।