সৈয়দ রাসেলঃ কলাপাড়ায় শুক্রবার সন্ধ্যার পরে উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ূন সিকদার বরাত দিয়ে মাইকিং হয়েছে। মাইকিং এ বলা হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখন আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। ক্ষমতার পট পরিবর্তনের সুযোগে একটি অপরাধী চক্র আমাদের দলের জ্যেষ্ঠ দু'একজন নেতার নাম ভাঙ্গিয়ে ব্যবসায়ী সহ ব্যক্তি পর্যায়ে মুঠোফোনে চাঁদা দাবী করছে। এসব অপরাধী চক্র যাতে স্বার্থ হাসিল করতে না পারে সে জন্য আপনাদের সতর্ক থাকতে হবে। হিন্দু, বৌদ্ধ এবং খৃষ্টান সম্প্রদায়ের ভাই বোন সহ সাধারন মানুষ যাতে শান্তিতে থাকে সে জন্য আমরা আপনাদের পাশে রয়েছি। আমরা দৃঢ় কণ্ঠে আরো বলতে চাই বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবি.এম মোশারফ হোসেনের নির্দেশ, বিগত সময়ের মতো সন্ত্রাসী কর্মকান্ড, জুলুম, চাঁদাবাজী কলাপাড়া উপজেলায় চলবে না। আমরা চাই কলাপাড়া উপজেলায় সুসাশন প্রতিষ্ঠা হোক। এ জন্য আমার কলাপাড়া উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহীনিকে সর্বাত্বক সহযোগিতা করতে চাই। কেউ দলের নাম ভাঙ্গিয়ে এসব অপরাধ করলে আমাদের জানাবেন। সেই সব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠিন আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।
আসুন সুখ শান্তি, সম্প্রীতির পতাকাতলে আমরা সমবেত হই। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি গড়তে পারবো আগামীর বাংলাদেশ।
মাইকিং সম্পর্কে উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু বলেন, বিএনপি একটি শান্তিপ্রিয় দল এই দলে সন্ত্রাস, চাঁদাবাজ, জুলুমবাজ, দখলবাজদের কোন ঠাঁই নেই। যেখানেই ওই ধরনের কর্মকাণ্ড পরিলক্ষিত হবে সেখানেই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলে আমাদেরকে খবর দেওয়ার জন্য অনুরোধ রইল।