আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জমি দখলে বাধা দেয়ায় হালিমা বেগম (৫০) ও তার ছোট ভাই আবদুল আজিজ মোল্লা (৪০) কে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় ও স্বজনরা। বুধবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ১নং মিঠাগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে আহত হালিমা বেগম কলাপাড়া হাসপাতালে কাতরাচ্ছে।
আহত হালিমা বেগম জানান, ১ নং ওয়ার্ড ইউপি সদস্য নুর আলম হাওলাদার জাল জালিয়াতি করে ভুয়া দলিল সাজিয়ে ঘটনার দিন সকালে নুর আলম মেম্বার ও তার মেয়ে জামাই মামুন গাজী সহ ৯/১০ জন লোকজন বাঁশের লাঠি নিয়ে এসে জমি জোরপূর্বক দখল করতে চায়। আমি বাঁধা দিলে আমাকে এলোপাতাড়ি মারধর এবং তাদের হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আমার ডাক চিৎকারে আমার ভাই আবদুল আজিজ মোল্লা আমাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও মারধর করে। এতে হালিমা বেগমের বাম হাত ভেঙ্গে যায়। এসময় কান ও গলায় থাকা স্বর্ণ অলংকার জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন। ঘটনার পরে তাদেরকে রক্তাক্ত অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন স্থানীয় ও স্বজনরা।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য নুর আলম বলেন, জমি আমার, আমার দখলে, আমি কেন দখল করতে যাবো, তারা আমাকে ফাঁসানোর জন্য সব করছে।
এ ব্যাপারে কলাপাড়া থানার (ওসি) মোঃ আলী আহমেদ বলেন, এ ঘটনা এখন পর্যন্ত থানায় অভিযোগ আসেনি, অভিযোগ আসলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।