বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের একমাস পূর্তি উপলক্ষে এবং নিহতদের স্মরনে কলাপাড়ায় ‘শহীদি মার্চ’ অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল ও আলোচনা অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাপাড়া শাখা এর আয়োজন করেন।
এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার লালুয়া প্রতিনিধি জাকারিয়া আহমেদ, বালিয়াতলী প্রতিনিধি নজরুল ইসলাম, কলাপাড়া প্রতিনিধি আল ইমরান, মাশরাফি কামাল শাফি প্রমুখ। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাজমুস সাকিব।
এতে অংশগ্রহন করা শত শত ছাত্র জনতা, অন্তর্র্বতী সরকারের কাছে আমাদের চাওয়া, দেশ নিয়ে প্রত্যাশা এবং কেমন রাজনীতি চাই এসব বিষয় ব্যানার ফেস্টুন তুলে ধরেন।