আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় মাদ্রাসার শিক্ষার্থী মোসাঃ আফসনা (৯) কে বেত্রাঘাত করার অভিযোগ। শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আশ্রাফুল উলুম কেরাতুল কোরআন মাদ্রসায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় শিক্ষার্থীর চাচা মোঃ শামীম বাদী হয়ে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক মোঃ সোয়েব হাওলাদার কে আসামি করে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
মোঃ শামীম অভিযোগে উল্লেখ করে বলেন, মোঃ সোয়েব হাওলাদার, মিঠাগঞ্জ আশ্রাফুল উলুম কেরাতুল কোরআন মাদ্রসার শিক্ষক। মোসাঃ আফসনা ওই মাদ্রাসার ছাত্রী। স্থানীয় অনেক ছেলে মেয়েরা মাদ্রসার মাঠে খেলা করে। ঘটনার দিনে আমার ভাইয়ের মেয়েকে বেদম প্রহর করে তার শরীরের বিভিন্ন জায়গায় নিলা ফুলা জখম করে। ডাক চিৎকারে তার মা ঘটনাস্থলে গিয়ে তাকে কে উদ্ধার করে নিয়ে আসার সময় তাকেও মারপিট করা ও খুন জখমের হুমকী ধ্যমকী প্রদান করে বলেন অভিযোগে উল্লেখ করেন।
এ ব্যাপারে অভিযুক্ত মোঃ সোয়েব হাওলাদার বলেন, সেই মাদ্রাসায় ঢুকে গান-বাজনা করে নাচানাচি করছিল, এ সময় নিষেধ করলে সে শুনিনি, তাই কয়েকটি বেত্রাঘাত করেছি। এটা আমার ঠিক হয়নি।
কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহমেদ বলেন, এই ব্যাপারে অভিযোগ পেয়েছি, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।