আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় মাগরিব নামাজের অজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো.সোহাগ হাওলাদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা নামক স্থানে এ ঘটনা ঘটে।সে একই ইউনিয়নের হলদিবাড়িয়া গ্রামের আবুল হাসেম হাওলাদারের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত সোহাগ হাওলাদার মাগরিব নামাজের অজু করার জন্য পুকুরে যায়। কিছুক্ষণ পরে স্থানীয়রা অজু করতে গিয়ে পুকুর ঘাটে জুতা দেখতে পেয়ে সন্দেহ হলে, পুকুরের পানিতে নেমে সোহাগ হাওলাদার কে অচেতন অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে পাখিমারা এলাকার মো.সাইফুল গাজীর গরুর ফার্মে শ্রমিকের কাজ করতো বলে জানা গেছে। সোহাগ মৃগীবাই রোগে আক্রান্ত হয়েছে বলে তিনি ধারনা করছেন।