আমতলী প্রতিনিধিঃ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করনের দাবীতে স্মারকলিপি দেয়া হয়েছে। বুধবার আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষকরা এ স্মারকলিপি দিয়েছেন।
জানাগেছে, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কাম্য যোগ্যতা থাকা সত্বেও তাদেরকে ১০ম গ্রেড বি ত করে ১৩তম গ্রেডে বেতনভাতা দেয়া হচ্ছে। ১০ম গ্রেডে উন্নীতের দাবীতে আমতলী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রধান উপদেষ্টা বরারবে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আনোয়ারুল কবির, জাহিদ লিটন, সহকারী শিক্ষক মোঃ তৌহিদুল ইসলাম, মাসুম বিল্লাহ, মামুন অর রশিদ, মোঃ রেজাউল করিম, মোঃ মাসুদ মৃধা ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।