মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়াঃ বরিশালের বানারীপাড়ায় বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে প্রাথমিক শিক্ষক সংগঠনের শিক্ষকরা মানববন্ধন করেছেন। বুধবার ২ অক্টোবর বিকাল ৪.৩০ টায় অনুষ্ঠিতব্য মানববন্ধনে শিক্ষকরা বলেন শিক্ষকরা জাতি গঠনের কারিগর এবং প্রাথমিকের শিক্ষকরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ দেশের স্বনামধন্য কলেজসমূহ থেকে সম্মান/স্নাতক ডিগ্রি অর্জন করে শিক্ষক হয়েছেন। তারা দাবি করে বলেন আমরা উচ্চশিক্ষিত হয়ে ও যে বেতন পাই তা দিয়ে তিন অথবা চার সদস্য বিশিষ্ট পরিবার চালানো কষ্টকর এবং আমাদের টিফিন বাবদ যেখানে মাসে মাত্র ২০০ টাকা দেয়া হয় সেখানে একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে একজন ব্যাংকার প্রতিদিনে টিফিন বাবদ ২০০ টাকা পান যা আমাদের কাছে এক ধরনের বৈষম্য। এছাড়াও তারা বলেন অষ্টম শ্রেণী পাস একজন ড্রাইভার ১২ তম গ্রেডে বেতন পান কিন্তু আমরা উচ্চশিক্ষিত হয়েও ১৩ তম গ্রেডে চাকরি করছি যা মেনে নেয়া কষ্টসাধ্য। মানববন্ধন শেষে তারা প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন কাঠামো নবম গ্রেডে এবং সহকারি শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করার দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম মিঠু।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি (মহিলা) সাবিনা ইয়াসমিন, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন খান, আফরোজা আক্তার, সহ সম্পাদক শাহিন আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক গিয়াস কামাল, সাংগাঠনিক সম্পাদক আসাদুজ্জামান, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম জাকারিয়া, শিক্ষক নেতা আকবর হোসেন, আলমগীর হোসেন, মেহেদী হাসান, মহিদুন্নবী প্রমূখ।