আমতলী প্রতিনিধিঃ মা ইলিশ সংরক্ষণ অভিযান সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষে আমতলীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বৈঠাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে সচেতনতা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মহসীন, চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খান। তন্ময় কুমার দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইসরাত হোসেন হিমেল, নয়ন চন্দ্র ঘরামী, ছাত্র প্রতিনিধি মোঃ মোবাচ্ছের রেদওয়ান ও জেলে প্রতিনিধি সোবাহান মোল্লা প্রমুখ।