বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় ৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম'র সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দ্বায়িত্ব) মো.মনিরুজ্জামান খান।
উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক'র সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়'র প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো.আবদুর রহিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ, স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক শিক্ষকগণ এবং প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা।
উল্লেখ্য, সোমবার খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে দলীয় ইভেন্ট কাবাডি এবং একক খেলা দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবং মঙ্গলবার সকাল দশটায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়'র পুকুরে সাঁতার প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী সকল শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়াও জেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী ১৫ এবং ১৬ অক্টোবর পটুয়াখালীতে অনুষ্ঠিত হবে বলে জানান সংশ্লিষ্টরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, শারীরিক ও মানষিক স্বাস্থ্য গঠনে খেলাধুলার বিকল্প নেই। তিনি উপজেলা পর্যায়ে ১ম স্থান করা শিক্ষার্থীদের জেলা পর্যায়ে অংশ নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।