আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র সেনা ক্যাম্প কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্রসহ (হাতুড়ী ও বগিদাও) কালামকালু নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া শনিবারিয়া বাজার থেকে আটক করা হয়। সে চান্দুপাড়া গ্রামের মোঃ জাকির হাওলাদারের ছেলে। তাকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কলাপাড়া থানা ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, সেনাবাহিনী তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে, এবং তদন্ত করে দেখার জন্য বলেছে।