আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মোঃ মাহবুব আলম ফকিরের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে উপজেলা যুবদল।
২১ অক্টোবর সোমবার কলাপাড়া উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ ও সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ মজিবুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আদেশ প্রত্যাহার করেন।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলার সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শিপলু খান এর নির্দেশক্রমে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কলাপাড়া উপজেলার অন্তর্গত ৪ নং মিঠাগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ফকিরের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হলো।
অন্যদিকে মিঠাগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মোঃ মাহবুব আলম ফকিরের বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় ইউনিয়ন যুবদল অভিনন্দন জানিয়েছেন।