মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়াঃ বরিশালের বানারীপাড়ার ভিন্ন ভিন্ন স্থান থেকে মাদকসহ ৭ আসামিকে আটক করেছে থানা পুলিশ। ২৯ অক্টোবর মঙ্গলবার বানারীপাড়া থানা ইনচার্জ মোঃ মোস্তফার দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ আল-মামুন এর নেতৃত্বে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী জেসমিন বেগম (৪০) ও সুমা বেগম(৩৬) কে বানারীপাড়া বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়। আসামীদ্ধয়ের বাড়ি বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার সাধুর বটতলা নামক স্হানে।এর আগেও তারা কয়েকবার মাদকদ্রব্য সহ আটক হয়েছিল। এছাড়াও বানারীপাড়া পৌরসভা ও সদর ইউনিয়নের বাসিন্দা গাঁজা সেবনকারী মোঃ হৃদয়, বেল্লাল মোল্লা, মোঃ শামীম, ইমন ডাকুয়াকে ১৫০গ্রাম গাজা সহ ব্রাহ্মণকাঠী বিবিসি ইটের ভাটা থেকে এস আই (নিঃ) মোঃ আল মামুন ও এস আই (নিঃ) মোঃ কামাল হোসেন গ্রেপ্তার করে।আসামিদের নামে মাদক আইনে মামলা করে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা জানান বানারীপাড়া উপজেলা থেকে মাদক নির্মূলে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং অত্র উপজেলায় যারা মাদক ব্যবসা করে তাদের আইনের আওতায় এনে কঠোর বিচারের ব্যবস্থা করবেন।