জুয়েল ফরাজী, কুয়াকাটাঃ “সত্যের নতুন দিগন্ত” স্লোগান নিয়ে বাংলাদেশের কাগজ (bdkagoj.com) নামে একটি অনলাইন নিউজ পোর্টালের লোগো উম্মোচন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্রসৈকতে পোর্টালটির লোগো উন্মোচন করেন সম্পাদক কাজী সাঈদ, নির্বাহী সম্পাদক আনোয়ার হোসেন আনু, ব্যবস্থাপনা সম্পাদক মো. সাইদুর রহমান সাইদ, বার্তা সম্পাদক জুয়েল ফরাজীসহ সংশ্লিষ্টরা। পোর্টালের প্রকাশকের দায়িত্ব নিয়েছেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী কাজী রফিকুল ইসলাম।
লোগো উন্মোচন উপলক্ষে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে দিনটি উপভোগ করেন শুভাকাঙ্ক্ষীরা। এরমধ্যে অন্যতম ছিলো নির্দিষ্ট বিষয়ের উপর লাইভ, সংবাদের শিরোনাম, ছবি তোলা, হাঁড়িভাঙ্গা ও র্যাফেল ড্র প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সম্পাদক, নির্বাহী সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদক পুরস্কার তুলে দেন।
এ সময় বাংলাদেশের কাগজ পোর্টালের সম্পাদক কাজী সাঈদ বলেন, ‘প্রান্তিক জনপদের অবহেলিত জনগোষ্ঠীর কথা বলবে বাংলাদেশের কাগজ। যে সকল মানুষের কথা কোনো গণমাধ্যমে আসে না, তাদের কথা বলার উদ্দেশ্য নিয়ে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বাংলাদেশের কাগজ।