আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় চুরি হওয়া জাল কেন্দ্র করে মোঃ মনির হাওলাদার নামে ব্রিকফিল্ড'র এক শ্রমিক কে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ। রোববার সকাল সাড়ে ৮ টায় নীলগঞ্জ নৌবাহিনীর ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। মনির উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামের আব্দুল হাই হাওলাদারের ছেলে এবং ইউনিয়নের ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ৩ নং যুগ্ম আহ্বায়ক।
হাসপাতালে ভর্তি মোঃ মনির হাওলাদার অভিযোগ করে বলেন, আমার ঘের থেকে জাল চুরি করে নিয়ে গেছে, ঘটনা দিন সকালে আমি ব্রিকফিল্ড থেকে কাজ করে বাড়ি ফেরার পথে চুরি হওয়া জালের ব্যাপারে জিজ্ঞেস করলে হোন্ডা মিরাজ, আফজাল, জিয়া, মিজান ও মিজানুর ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা চালায়। এ সময় তাদের হাতে থাকা লাঠি দিয়ে আমাকে এলোপাথাড়ি পিটাতে থাকে। এতে আমি মারাত্মক আঘাত পাই। এ সময় স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আমি এ বিচার চাই। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি। তাই তাদের বক্তব্য দেয়া হয়নি।
এ ব্যাপারে কলাপাড়া থানা ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, এ ঘটনা এখন পর্যন্ত কোন অভিযোগ আমরা পাইনি, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
https://youtu.be/ryJP5FgNCck