আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচীর (WFP) এবং সুশীলন এর যৌথ উদ্যোগে ঘূর্নিঝড়ের আগাম প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া আল আমিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় ও জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচী, বাস্তবায়ন সহযোগী সংস্থা সুশীলন এর যৌথ উদ্যোগে এবং স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় Shock Responsive Social Protection (SRSP) & Cyclone Anticipatory Action (CAA)-WFP Programme in Southwestern Bangladesh প্রকল্পের আওতায় ঘূর্ণিদড়ের আগাম প্রস্তুতি বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার চম্পাপুর ইউনিয়ান দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ঘূর্নিঝড় পূর্বাভাস ভিত্তিক সাড়া দান ব্যবস্থাপনা বিষয়ক মাঠমহড়া "সাগর পাড়ের জীবন যুদ্ধ" অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম বাবুলের সভাপতিত্বে এ মাঠ মহড়ায় স্থানীয়, সিপিপি সহ এলাকার সাধারন মানুষ মাঠ মহড়া উপভোগ করেন। মাঠ মহড়া উপভোগ করে এলাকার মানুষ দুর্যোগ মোকাবেলায় সক্ষম হবেন এবং জীবন ও সম্পদের ক্ষতি অনেক কময়ে আনতে পারবেন বলে অংশগ্রহনকারীরা মনে করেন। সুশীলন এর উপজেলা সমন্বয়কারী রেজাউল কবীর অনুষ্ঠান সঞ্চালনা করেন।