আপন নিউজ অফিসঃ কলাপাড়ার লালুয়া ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি মোঃ সুমন গাজী (২৬) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ। সে মোঃ সোবাহান গাজীর ছেলে।
সোমবার রাত ৮ টায় উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতীবাজারে এ ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি আহত সুমন গাজী বলেন, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ঘটনা দিন রাতে বানাতীবাজারে ওঁৎ পেতে থাকা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ জুয়েল হাওলাদার, উজ্জল সাউগার এবং ছাত্রলীগের শিমুল, জয়, সাগর, স্বজল, রাসেল সহ ২৫/৩০ জন হামলা করে। এসময় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ জুয়েল হাওলাদার বলেন, সুমনের সাথে জুনিয়র কথা কাটাকাটি হয়, একপর্যায়ে সুমন জুনিয়র এক ছেলেকে মারধর করে। এ সূত্রপাত ধরে মারধর হয়েছে, এটার সাথে আমি জড়িত ছিলাম না। রাজনীতিভাবে হেয়প্রতিপন্ন করার জন্য আমাদের জড়ানো হয়েছে।
এ বিষয়ে কলাপাড়া থানা ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।