আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার সিমা বেগম (৩২)। সোমবার সন্ধ্যা ৬ টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মোঃ ইব্রাহিম জমাদারের মেয়ে।
কলাপাড়া হাসপাতালে ভর্তি নির্যাতনের শিকার সিমা বেগম বলেন, একই এলাকার মোঃ আফজাল হাওলাদারের সাথে বিয়ে হয়। বিয়ের প্রায় ১৮ বছব থেকে যৌতুকের দাবিতে একাধিকবার শারীরিক নির্যাতনও করে নির্যাতন থেকে রক্ষা পেতে বিভিন্ন সময় স্বামীকে টাকাও দিয়েছেন সিমা বেগম। যৌতুক লোভী স্বামী আফজাল হাওলাদার দিন দিন বেপরোয়া হয়ে উঠে। যৌতুকের টাকার জন্য স্ত্রীর উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়।
তিনি আরো বলেন, আমার স্বামী তিন বছর আমার কোন খোঁজ খবর নেয়নি, তার অপকর্ম আমার মোবাইলে ছিলো, সে জানতে পেরে মোবাইল ফোনটি বাসায় চার্জে লাগানো ছিল, এ সময় মোবাইল ফোনটি বাসা থেকে দৌড়ে পালিয়ে যায়, তার পিছে পিছে গেলে ঘটনার দিন সন্ধ্যায় আজিজ মিরর বাড়ির সামনে রাস্তার উপর খেলে এলোপাথাড়ি আমাকে মারধর করে। যখন তার স্বামীর ভাই আক্কাস হাওলাদার ছিল। এর আমি বিচার চাই।
এ বিষয়ে কলাপাড়া থানা ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, এ ঘটনা অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
https://youtu.be/vX7lwqAmgPA