প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ১১:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২০, ৫:৫৪ অপরাহ্ণ
কলাপাড়ায় অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
কলাপাড়ায় অগ্নি কান্ডে এক রিক্সাচালকের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত ১০ টার দিকে পৌরশহরের কবি নজরুল ইসলাম সড়ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন পরোপুরি নেভাতে সাহায্যে করে।
জানা যায়, ক্ষতিগ্রস্ত রিক্সাচালক জসিম ওই এলাকার ঠিকাদার মো. কবির মৃধার বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। তবে আগুনের সূত্রপাত সর্ম্পকে কেউই কিছু বলতে পারছে না। প্রাথমিক ভাবে রান্নার চুলার আগুন থেকে এ দূর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারনা।
এ ব্যাপারে ঠিকাদার মো. কবির মৃধা জানান, গরীব মানুষ হিসেবে জসিমকে বসবাসের জন্য জায়গা দেয়া হয়েছিল। আগুন যখন জ্বলছিল, প্রতিবেশী এবং স্থানীয় ফায়ার-সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে আন্তরিক ছিল বলে পাশাপাশি অন্য বাড়ীতে ছড়াতে পারেনি।
Copyright © 2025 আপন নিউজ. All rights reserved.