আপন নিউজ অফিসঃ কলাপাড়ার আলীগঞ্জ গ্রামে ফসলের ক্ষেতে পানি দিতে সেচ মেশিন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক আলী আকব্বর মোল্লা নিহত হয়েছে। আহত হয়েছে তার ছেলে তাইজুল। শনিবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটেছে।
কলাপাড়া থানার এসআই জহিরুল ইসলাম জানান, শনিবার সকালে নিজেদের বাড়ির ক্ষেতে সেচ মেশিন দিয়ে পানি তুলতে যায় কৃষক আলী আকব্বর মোল্লা ও তার ছেলে তাইজুল। এসময় মেশিন চালু দিয়ে লোহার রড মাটিতে পুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় আলী আকব্বর। তাকে উদ্ধার করতে গেলে ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা বিষয়টি দেখে দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করলেও ঘটনাস্থলেই মারা যায় আলী আকব্বর। গুরুতর আহত অবস্থায় তাইজুল কে কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।