আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবদুল মালেক সিকদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। শুক্রবার রাতে এক শোকবার্তায় রুহের মাগফেরাত কামনা করে তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন কেন্দ্রীয় এ নেতা।
উল্লেখ্য, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবদুল মালেক সিকদার (৭২) তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার রাত সাড়ে ১০ টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।