প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ৯:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২০, ৬:৫৬ অপরাহ্ণ
কলাপাড়ায় নৌ-এম্বুলেন্সের উদ্বোধন করলেন এমপি মহিব

এস এম আলমগীর হোসেনঃ
সাধারণ মানুষের কাছে জরুরী স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ও চিকিৎসাসেবা আরেক ধাপ এগিয়ে নিতে কলাপাড়ায় নৌ-এম্বুলেন্সের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) দুপুরে হেলিপোর্টর নদীর পাড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত থেকে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহিব্বুর রহমান মহিব নৌ-এম্বুলেন্সের উদ্বোধন করেন।
এ সময় এমপি মহিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে স্বাস্থ্যসেবা জনগণের দোড় গোড়ায় পৌঁছে দিয়েছেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা: চিন্ময় হাওলদার, মেডিকেল অফিসার ডা: জেএইচ খান লেলীন, ডা: অনুপ কুমার সরকার, কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম, টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন, পৌর সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রকি, সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম, এমপির পিএস সাবেক ছাত্রনেতা তরিকুল ইসলাম মৃধা, পৌর ছাত্রলীগের সভাপতি হসাদুজ্জামান শুভ, সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম মিলন, আল মামুন আজিম ও এ্যাড. মারুফ প্রমুখ।
উল্লেখ্য, মানুষের জরুরী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নৌ-এম্বুলেন্সটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে প্রদান করেন।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.