সৈয়দ রাসেলঃ কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌর শাখার উদ্যোগে দলকে গতিশীল করার লক্ষ্যে ২নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সমাবেশ বুধবার (২০ নভেম্বর) বিকালে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ২ নং ওয়ার্ড পৌর শাখার সভাপতি মো. শফিকুল হক পনির'র সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গাজী মোঃ রুহুল আমীন ও পৌর ২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. আরিফ শিকদার'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, প্রধান বক্তার বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক আনাম সুমন, মোঃ কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা, পৌর যুবদল সদস্য সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ রতন, পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক রাশেদ মোশাররফ কল্লোল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মুশফিকুর রহমান লিটু, মো. আল আমিন হাওলাদার, পৌর শ্রমিক দল সভাপতি মোঃ নাসির উদ্দিন মোল্লা মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ শোয়েবুর রহমান শোয়েব, যুবদল নেতা জানিব প্রমুখ।
কর্মী সমাবেশে বক্তারা বলেন, পৌর বিএনপি'র সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও কেন্দ্রীয় বিএনপি'র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। কলাপাড়ায় যত রকমের উন্নয়ন কর্মকান্ড হয়েছে সকল উন্নয়ন বিএনপির আমলে পাস হয়েছে, আওয়ামী লীগ এসে শুধু নাম পরিবর্তন করেছে। আগামী নির্বাচনে বিএনপিকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে যার মাধ্যমে ওই পরিবার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সুলভ মূল্যে পাবে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমরান বিশ্বাস, সহ-সভাপতি গোলাম মোস্তফা, পৌর বিএনপি নেতা গাজী মো. কাউসার প্রমুখ।