বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ার নীলগঞ্জে গোল বাওরের পাতা কাটতে নিষেধ করায় প্রতিপক্ষ মহিলা সহ চারজনকে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে প্রভাবশালী রুবেল, মিলন বাঘা চক্র। জমি সংক্রান্ত পুর্ব শত্রুতার জের ধরে ২০ নভেম্বর বুধবার উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামে গোল বাওরের (গোল গাছ) পাতা কাটা নিয়ে তর্কে জরিয়ে পড়ে একই এলাকার মো.ইব্রাহীম হাজারী। ২১ নভেম্বর বৃহস্পতিবার সকালে পাতা কাটা নিয়ে ফের তর্কাতর্কিতে জড়িয়ে পরে ইব্রাহীম হাজারী। এক পর্যায়ে প্রতিপক্ষ একই এলাকার রুবেল বাঘা, মিলন বাঘা, রফিক বাঘা, রহিম বাঘা, সগির বাঘা, মহিউদ্দিন, য়েলিমা বেগম দেশী অস্ত্রে সজ্জিত হয়ে ইব্রাহীম হাজারী, মোসা.সাজেদা বেগম, সুমন ও সোহাগ হাজারীকে বেধড়ক পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এলাকাবাসী উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। এ হামলায় সাজেদা বেগমের তিনটি দাঁত ভেঙে যায়। তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাপাতালে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক। সুমন হাজারী হাত ভেঙে দিয়েছে।
গুরুতর আহত কলাপাড়া হাসপতালে চিকিৎসাধীন আহতরা জানান, উল্লেখিত আসামীদের বিরুদ্ধে মামলার প্রস্তুুতিতে দোষীদের শাস্তি দাবী করেছেন ভুক্ত ভোগী আহতরা।
এব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের সাথে যোগাযোগের সম্ভব হয়নি।
কলাপাড়া থানা ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, এ ব্যাপারে কোন লেখিত অভিযোগ এখন পর্যন্ত পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
https://youtu.be/Tjeu5PbVZ-0