আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার মহিপুরে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে মো.সোহাগ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রেমিকার মামলার পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে তাকে লতাচাপলী ইউনিয়নের আজিমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভিকটিম বাদি হয়ে অভিযুক্ত সোহাগের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পঠানো হবে। এছাড়া আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।