আপন নিউজ অফিসঃ কলাপাড়া পৌরশহরের রহমতপুরের জিএমএস টিচিং হোম কোচিং সেন্টারে ক্লাশ চলাকালে একই সঙ্গে শ্বাসকষ্টের সমস্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে কয়েকজন অচেতন হয়ে পড়েছে। বুধবার রাত নয়টার দিকে একই সঙ্গে নয় ছাত্রীর অসুস্থ হয়ে পড়ায় অভিভাবকরা আতঙ্কগ্রস্ত হয়ে হাসপাতালে জড়ো হন। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা হচ্ছে ফাতেমা (১৩), হুমায়রা মিম (১৫), মমতাজ (১৪), শারমিন (১৪), সমৃদ্ধি (১৩), ফাতেমা (১৪), ফারজানা (১৪), রুবা (১৪) ও জেরিন (১৪)। বর্তমানে এদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নেবুলাইজার দেওয়া হচ্ছে। তিন-চার জনের সমস্যা বেশি বলে জানা গেছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক পরামর্শ দিয়েছেন। এসময় কোচিং সেন্টারের কোন শিক্ষককে পাওয়া যায়নি। কেন, কী কারণে এমনটা হয়েছে তাদের কাছ থেকে কিছুই জানা যায়নি। রাত নয়টা ক্লাশ চলাকালে এমন ঘটনায় অভিভাবকরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক বিকাশ রায় বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ফাংশনাল ডিজঅর্ডার সমস্যার কারণে এমনটা হতে পারে। অভিভাবক শফিকুল আলম বাবুল জানান, তার মেয়েও অসুস্থ হয়ে পড়েছে। তবে এখন ঘুমুচ্ছে। কিছুটা সুস্থ মনে করছেন।