মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়াঃ বাংলাদেশের নতুন নিবন্ধন প্রাপ্ত এবং ছাত্র জানতার আন্দোলনে অন্যতম ভূমিকা পালনকারী রাজনৈতিক সংগঠন গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন যুব অধিকার পরিষদের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল জেলার আওতাধীন বানারীপাড়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৩ ডিসেম্বর বরিশাল জেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ইজাজুল ইসলাম শিবলী ও সাধারণ সম্পাদক রাজন মৃধার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রানা মাহমুদকে সভাপতি ও মোঃ লিটন সিকদার কে সাধারণ সম্পাদক করে ৫৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন প্রদান করেন। নবগঠিত কমিটির মোঃ আবু হানিফ, আতিকুল ইসলাম,মোহাম্মদ মাহবুব, রনি শেখ,মোঃ জসীমকে সহ- সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইসরাফিল তপু, তৌহিদুল ইসলাম,সৈয়দ সানাউল ইসলাম,রেজাউল করিম, পরিমল, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নাসির উদ্দীন, দপ্তর সম্পাদক পদে ইয়াসিন আরাফাতকে নির্বাচিত করা হয়েছে।
নবগঠিত যুব অধিকার পরিষদ এর কমিটিকে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।উক্ত কমিটি ঘোষনা করায় বানারীপাড়া উপজেলা গণধিকার পরিষদের রাজনীতির সাথে যুক্ত সকল নেতাকর্মীরা আনন্দ উল্লাস ও জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করেছে।