আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ওয়ার্ড শ্রমিক দল সভাপতি মোঃ রাকিবুল মিয়া (২৬) কে লাঠি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। শনিবার দুপুর ১ টায় উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী বাজারে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মোঃ বশির মিয়ার ছেলে এবং ৪ নং ওয়ার্ড শ্রমিক দল সভাপতি।
আহত মোঃ রাকিবুল মিয়া বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল, প্রতিপক্ষদের সাথে শুক্রবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে সালিশি বৈঠক হয়। এতে আমরা রায় পাই। রায় পাওয়ার পর শাহিন প্যাদা, বশার প্যাদা, তুষার প্যাদা, মানছুর ৩০ হাজার টাকা চায়, এই টাকা না দিলে জমিতে যেতে পারবো না বলে হুমকি দেয়।
এ সময় নগদ ১০ হাজার টাকা দিয়েছি, এতেও তারা সন্তুষ্ট হয়নি, আরো বিশ হাজার টাকা দাবি করে।
ঘটনার দিন জমির কাছে গেলে তারা একজোট হয়ে মোটা লাঠি দিয়ে আমাকে পিটিয়ে জখম করে। এ অবস্থায় আমাকে রক্ষা করতে এসে আমার চাচা আজিজুল মিয়া ও সুমন মাষ্টার কেও মারধর করে। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে কলাপাড়া থানা ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
https://youtu.be/cfSiD5z8CsU