আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের কলেজ বাজারে অগ্নিকাণ্ডে দুইটি দোকান পুড়ে ছাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রবিবার রাত সাড়ে ১০ টায় বাজারের পশ্চিম মাথায় মা ওয়ার্কসপ ও মা-বাবা দোয়া মুদি দোকান পুড়ে ছাই যায়। আগুনের বিষয়টি তাৎক্ষনিক কলাপাড়া ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মাছুয়াখালীর বাহাদুর মিয়ার ওয়ার্কশপে শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস কলাপাড়া স্টেশন অফিসার মোঃ ইলিয়াস ইসলাম বলেন, খবর শোনার সাথে সাথে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থানে এসে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি, অগ্নিকাণ্ডের আনুমানিক ক্ষয়ক্ষতি ৬ লাখ টাকার মত হবে।