আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় চোরাই তামাসহ ২ চোর কে আটক করা হয়েছে। সোমবার সকালে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পুলিশ ফাঁড়ির সদস্যরা এদের আটক করে। এরা হলেন, মোকসেদ হাওলাদার (২৮), সে পশ্চিম টিয়াখালী গ্রামের ফোরকান হাওলাদারের ছেলে এবং মোঃ মোরসালিন (২৫), সে পশ্চিম রজপাড়া গ্রামের মোঃ আলী হোসেনের ছেলে। এদের তাপবিদ্যুৎ কেন্দ্রে চোরাই তামা চুরি করার সময় তামা কাটার মেশিন সহ দুই চোরকে হাতেনাতে ধরেছে পুলিশ ফাঁড়ির সদস্যরা। পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র (আরএনপিএল) থেকে বিপুল পরিমাণে তামার তার চুরি করে আসছে একটি চোর চক্র।
এ ব্যাপারে তাপবিদ্যুৎ কেন্দ্র পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রে তামা কাটার মেশিন দিয়ে তামা কাটার সময় সোমবার ভোর ৪ টার দিকে ১ জন এবং সকাল সাড়ে ৯ টায় ১ জন তামা কাটা মেশিন ও তামা সহ আটক করে কলাপাড়া থানায় হস্তান্তর করেছি।