আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় প্রাকৃতিক দূর্যোগে মানুষের আগাম প্রস্তুতি ও দূর্যোগ কবলিত এলাকার মানুষের করনীয় এবং সচেতন করতে দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সিআইডিআরআর কোষ্টাল প্রকল্পের সহযোগিতায় এবং ফ্রেন্ডশিপ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সিপিপি'র আয়োজনে মঙ্গলবার বিকালে কলাপাড়ার ধানখালী এম ইউ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।

চম্পাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহবুব আলম বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপি'র সহকারী পরিচালক মো. আছাদ উজ জামান।
সিআইডিআরআর কোষ্টাল প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার নজরুল ইসলামের সঞ্চালনায় মাঠ মহড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মো. মাসুম বিল্লাহ, সহ সভাপতি মোস্তাক হাওলাদার, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র চম্পাপুর ইউনিয়ন সভাপতি মো. সুমন তালুকদার, সেনা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির (অব), ইউনিয়ন সিপিবি টিম লিডার হাফিজুর রহমান, যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, ইউপি আল মামুন সিকদার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সুলতান আহমদ প্রমুখ।
কলাপাড়ায় প্রতি বছর ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রানহানীর ঘটনা ঘটে। তাই দূর্যোগে ক্ষয়ক্ষতি কমানো ও উপকূলীয় মানুষকে সচেতন করতে এ দূর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয় বলে সিআইডিআরআর কোষ্টাল প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার নজরুল ইসলাম জানান।