আপন নিউজ অফিসঃ কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ'র কর্মরত শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় বিএনপির নেতা এবিএম মোশাররফ হোসেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার আগে কেন্দ্রীয় বিএনপির নেতা এবিএম মোশাররফ হোসেন কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
মতবিনিময় সভায় অধ্যক্ষ প্রফেসর ড. ফাতেমা হেরেন'র সভাপতিত্বে বক্তব্য রাখেন মাকসুদা বেগম, প্রভাষক মোঃ মাইনুল আহমেদ, প্রভাষক মোঃ ফারুক হোসেন, প্রভাষক মোঃ গিয়াস উদ্দিন, প্রভাষক মোঃ ইউসুফ আলী, অধ্যাপক মোঃ নকিব উদ্দিন, প্রভাষক মোঃ এনামুল হক, প্রভাষক তায়েফ কুতুব উদ্দিন আহমেদ (সুমন) প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহ সভাপতি জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সিকদার, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক আনাম সুমন, কামরুজ্জামান কাজল তালুকদার, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি মো. আজিজ মুসুল্লি, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক স্বজল বিশ্বাস, বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন মৃধা, মোঃ কাশেম শেখ, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এ সময় কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ'র শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।